সব কিছুরই কারন থাকে? ভালো বাসায় না
সব কথারই অর্থ থাকে? কাছে চাওয়ায় না
নিজের থেকে বড় করে দেখতে থাকা স্বপ্ন গুলো
হয়তো এমন বদলে যায়, কদম ফুলের কাছে
সময় গেলে সময় আসে, তবে মানুষ গেলে না।
কিছু অনুভূতি ঝলসানো রূপ নেই
কিছু অপ্রাপ্তির ভাবনা থেকে,
গল্প গুলো জানা ছিলো আগে থেকে
তবে ভাবতে পারিনি সত্য হবে।
সম্পর্কের মায়া জাল, সে তো বড্ড বেমানান
হোক সেথা কালোমেঘের মত আধার রূপ
আশার আলো যখন থেমে যায় জীবন থেকে
কিবা আর করার থাকে নতুন পরিচয়ে।
দেখতে দেখতে হারিয়ে ফেলা
হয়ে ওঠে না বাস্তবতার মাপকাঠি
হোক না আবার মুছে ফেলা
ভালোবাসার নতুন মড়ের নতুন মাটি।
সব কিছুই আমার জানা ছিলো আগে থেকে
তার পরেও আমি ফিরে গিয়েছি আগের মত
নিঃস্বার্থ নিরুপায় চাদের মত আলো দিতে
ভালোবাসার মূল্য মেপে, ঋন সোধে।
সময়ের সাথে তাল মিলিয়ে হবে না আমার পথ চলা
তাই তো আমি গুটিয়ে নিয়েছি নিজের থেকে
শীতলতায় মনের কাছে, এগিয়ে দিয়ে
সবার থেকে মুক্ত আমি আজ থেকে।