আমি হাসি, আমি কান্না, আমি চিরন্তন সত্য
আমি তুসের বুকে জলতে থাকা
হাজার হাজার আর্তনাদের চেয়ে থাকা
এক টুকরো নীরবতায় বেঁচে থাকা
আমি হাসি, আমি কান্না, আমি চিরন্তন সত্য।
যগতে আছে যত কষ্ট বেদনা শূন্যতা
আমি আমার মাঝে লুকাইত করতে চায়
না দেখা দুঃখ আছে যত তোমাদের
আমার মাঝে মিলিয়ে দাও সকল কিছু।
আমি চাইনা আমার মত হতভাগা হোক
শুন্যতায় ভরা স্বপ্ন সারথি প্রবাদ কথা
যা কিছু আছে সবটায় আমি বিলিয়ে দিয়েছি
নির্সাথে বিলিন হওয়া আমার ভালোবাসা
আমি হাসি, আমি কান্না, আমি চিরন্তন সত্য।
যগতে আমি একাই হতে চায় সবার দসি
তোমরা সবাই ভালো থেকো স্বপ্ন নিয়ে
বাস্তবতায় দেখবে সবাই আমার মতো কাওকে
আমি তেপান্তরের মাঠ পেরিয়ে আসবো আবার
দুঃখ কষ্ট বেদনা আর নিশ্বতা নিতে
তোমাদের মাঝে কিছু ভালোবাসার বিনিময়ে।
আমি হাসি, আমি কান্না, আমি চিরন্তন সত্য।