এটায় আমি পালিয়ে বেড়ানো হতভাগা
জীবন যুদ্ধে বিশ্ব জয়ের গল্প নিয়ে
এখন আমার বেচে থাকা শতরুপা
আঘাত গুলো বুকে নিয়ে আগের মতই।
একদিন দেখো আমি বৃষ্টি হবো মেঘলা আকাশে
দুঃখ কষ্ট মুছে দিতে সবার থেকে
শিমুল পলাশ হাসনা হেনা দেখবে আমায়
তোমার থেকেও অনেক বেশি হৃদয় দিয়ে।
বসন্তের প্রথম প্রহরে দেখতে পাবে আমায়
তোমার দেওয়া ধোকা খাওয়া সপ্তনীলের
কেমন করে বদলে গেছে তোমার মত
শালিনতা আর লজ্জা গুলো এখন আর নেই।
অমিত শক্তি আর উর্ধ গামি গোলাপের যত
ভালোলাগা পাবে আমার থেকে এখন তুমি
নীল আকাশের কালোমেঘে আমার স্পর্শতা
তুমি দেখে নিও শতরূপা, পরিবর্তিত সপ্তনীল।
এখন তোমার অনেক খানি দেখার বাকি
হাজার হাজার কাব্য মাঝে ফুটে ওঠা
রাখাল ছেলের তুচ্ছ করা বেচে থাকার
শেষ সম্বল জোছনা ধোয়া শিশির ফোটা।