আমি উন্মাদ আমি পাগল আমি হাসি
আমি তোমার জন্য দেখতে পেতাম নতুন ভোর
স্বপ্ন দেখা শান্তি স্বারথী তুমি আমার
বেচে আছি আমি যত খন পৃথিবীর বুকে।
দেখবে, কোনো একদিন চমকে যাবে তুমি
কাল বৈশাখি ঝরের মতো উড়ে এসে
বদলে দিবো কালো মেঘের সব কষ্ট গুলো
তার পরেই তো দেখবে সবাই কেমন ভাবে
নতুন করে তৈরি হবে ভালোবাসার সোপান
যতই আসুক বাঁধা বিপদ তোমার মনে
দুঃখ কষ্ট নিজের করে বদলে দিবো
নতুন ভোরের আলোর মাঝে সবার সাথে।
ফোঁটা ফোঁটা বৃষ্টি জলে ছুয়ে দিবো
যৌবনে মড়া তোমার আচোল বাস্তবতায়
ঝিরিঝিরি শব্দ করে বইবো আমি দেখো
সৃষ্টি জুরে তোমার পিছে, ভালোবাসার নতুন রং এ।
সত্যি আমি বলছি দেখো মিলিয়ে নিয়ো
তোমার মাঝে তৈরি আমি করবো দেখো
সঠিক রূপে মুগ্ধ মনে ভালোবাসার পদ্মাবতী
তোমার বলা সকল কথার জবাব স্বরূপ।
সত্য আমি চমকে দিবো দেখো তুমি
সফলতার গল্প গুলো নতুন রূপে এ জগতে
আগর বাতির শুঘ্রানের মধ্য মনি হয়ে
হাসতে হাসতে উন্মাদনার পাগল রূপে।