চলো তুমি আমি হারিয়ে যায়
কোন এক ভীনদেশে আলো হয়ে
নতুন ভোরে দুজন মিলে ঘুম ভাঙাবো
ঝর্না যেমন পথ দেখায় পাখপাখালির মাঝে।
তুমি আমি হারিয়ে যাবো গধুলী খনে
শর্শে ফুলের রুপের মাঝে এক সাথে
রাখাল বালক বাঁশির মাঝে ঢেও খেলাবে
তোমার আমার মিলন দেখে অবাক মনে।
এই হাহাকার শহর ছেড়ে যেতে হবে বহু দূরে
স্বপ্ন গুলো বাস্তবতায় রূপ দিতে,
নদীর সাথে ভাব জমাবো তুমি আমি
বৃষ্টি স্নানে সিক্ত হয়ে প্রকৃতির সাথে তাল মিলিয়ে।
যাবে তুমি আমার সাথে, এই ব্যস্ততম শহর ফেলে?
তোমায় আমি এনে দিবো শিশির ভেজা স্পর্শ
যা তোমায় মূর্ছে দিবে ভালোবাসার শিতলতায়
দেখো তুমি স্বপ্ন গুলো সত্য হবে
দুজন মিলে এক হবো প্রকৃতির সাথে তাল মিলিয়ে।
এখন তোমার আমার ভালোবাসায় দেখছি আমি
অনেক অনেক কাল বৈশাখি ঝরের মেলা
ঝরের মাঝে জীবন আমার মুর্ছা গেছে
শূন্য মনের দেখতে পাওয়া তোমার ভালোবাসা।