আমি আসবো আবার তোমার কাছে
ডালিয়া আর কনকচাঁপা সঙ্গে করে নিয়ে
গঙ্গা নদীর পাড়ে বসে তোমার সাথে
স্বপ্ন দেখা গল্প কথা সত্য হবে।
দুজন মিলে চায়ের কাপে বলবো মোরা
স্বপ্ন গুলো, দুই বাংলার গল্পকথা নিয়ে
তোমার কথায় স্বদেশ ফেলে আজ আমি
তোমার খোঁজে বঙ্গ তলে গঙ্গা নদীর পাড়ে।
অনেক অনেক ভিরের মাঝে আজও আমি খুঁজে চলি
আকাশ পানে স্বপ্ন মাঝে সুপ্ত তারার বুলি,
কোথায় তুমি আছো এখন রক্তজবা
আমার কথা ভুলে গিয়ে বঙ্গ মাঝে।
হৃদয় মাঝে আগলে নিবো তোমায় আমি
দেখবে সবাই চেয়ে চেয়ে তোমার আমার মিলন খানি
তোমার খোঁপায় গুজে দিবো গাজরা গুলো
স্বপ্ন মাঝে তোমার দেখা রাজপুত্র রূপে।
তুমি আমার কাব্য কথা তুমি আমার স্বপ্ন
তাইতো আমি তোমার খোঁজে ঘুরছি দেখো
হাজি নগরের দত্ত রোডে কবিরাজ পাড়ায়
যদি তোমার দেখা পায় সেই আশায়।
রাস্তার মোরের সেই মিষ্টির দোকানে
আজও আমি অপেক্ষা করি তোমার জন্য
তোমার বলা কথা গুলো ভেবে ভেবে
ক্লান্ত হয়ে বসে থাকি গঙ্গা নদীর পাড়ে।
তোমার দেখার স্বপ্ন নিয়ে ছুটে চলা
বঙ্গ তলে স্বদেশ ফেলে ভালোবাসার খোঁজে