আমি তারার দেশে মিলিয়ে যাবো
কোনো একদিন তোমার খোঁজে শতরূপা
একটু খানি চেয়ে দেখো আমার দিকে
অসহায় আমি জীবন যুদ্ধে তোমায় ছাড়া।
চারিদিকে ঘনো কুয়াশায় আচ্ছন্ন আমি
হাহাকার বুকের যন্ত্রণায় আবধ্য হৃদয়
তোমায় ছাড়া শূন্য আমি জীবন যুদ্ধে।
আজও আমি গভীর রাতে কেঁদে উঠি
তোমায় ছাড়া,
কেনো জানি অপূর্ণ হৃদয়ে আজ আমার বেচে থাকা
আমি কাঁদবো নাকি হাসবো শতরূপা?
বলে দাও তুমি আমায় এই মুক্তির পথ।
তুমি কি জানো? সন্ধা তারা তোমায় ছাড়া
শূন্য রূপে উদয় হয় কালো মেঘের অন্তরালে
পাখপাখালির কিচিরমিচির শব্দ গুলো
আর বাতাসের শুঘ্রান আজ থমকে গেছে।
এতো বড় শাস্তি তুমি দিলে আমায় কারন ছাড়া
কি এমন ভুলটি আমার ছিলো বটে বলতে পাড়
নাকি ভালোবাসায় কাল হয়েছে আমার জীবন মাঝে
শতরূপা! আজও আমি ভালোবাসি আগের মতো
স্বপ্ন মাঝে দেখতে পাওয়া নীল পদ্ম মনে আছে?
রাখাল বালক বাঁশি বাজায় ধানের শীষের ঘ্রানে
আর তুমি আমি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা
বটবৃক্ষের ছায়া তলে হাজার বছর একসাথে
ঘর বাধার স্বপ্ন নিয়ে, বাঁচা মরার শপথ নিলাম
মনে পড়ে শতরূপা স্মৃতি গুলো এখন তোমার?
হয়তো আমি ভাবতে থাকি সব সময়
কিন্তু তোমার মতো করে নয়
ভালোবাসা হৃদয় দিয়ে আগলে নিলাম
তোমার জন্য তোলা রইলো আমার কাছে
এক গুচ্ছ কৃষ্ণচূরার রূপের সাথে
তোমার আমার হাজার বছর বেচে থাকার
সত্য মিথ্যার ধোঁকা খাওয়া আমার ভালোবাসা