আমি সভ্যতার আদলে হারিয়ে যেতে চাইনা
ইট পাথরের সাথে আমার মিলন নাহি হবে
চেয়ে থাকা আবেগ গুলো আর চির  আকাংখা
আনমনা হৃদয় নিয়ে ছুটে চলা।
আমি সবুজে ভড়া হাওর বাওর যেতে চায়
পাখপাখালির কলরব আর জল ধারার বয়ে চলায়
ফিরে পেতে চায় আমার হারিয়ে ছোট্ট ছেলেবেলা
গাঙচিলের মত আপন মনে উড়ে উড়ে।
আমি সবুজে ভরা আঁকা বাকা মাঠ ধরে
হারিয়ে যেতে চায় অজানা গহীন অরন্যে
ঝরনার জলে বয়ে চলা শব্দ রাজি নিয়ে
এক টুকরো হারিয়ে ফেলা ছেলেবেলা নিয়ে।
জোছনা রাতে ঝিঝি পোকার ডাকে
হারিয়ে যেতে চায় চন্দ্র মার আলোর মাঝে
আমার দেখা স্বপ্ন গুলো সত্য রূপে আর
জোনাক পোকা সঙ্গে নিয়ে তেপান্তরের মাঠে।