ফুরফুরে এক ভোর
   বশিরুজ্জামান

আধাঁর রাতের কালো ছায়া
হচ্ছে এবার দূর,
আসবে দেশে মুক্ত হেসে
ফুরফুরে এক ভোর ।।

গাইবে পাখি মধুর সুরে
নতুন দিনের গান,
কৃষক-মাঝি ভুলবে ব্যথা
ঘুচবে সকল মান ।।

ডাকবে রাতে ডাহুক পাখি
হাসবে ধবল চাঁদ,
থাকবেনা আর ঝুট-ঝামেলা
মরণ-বিষের ফাঁদ !