১। অনন্তকাল
মৃত্যুই যদি অন্তিম মীমাংসা হতো
পৃথিবীতে পাপ বলে থাকত না কিছু,
মৃত্যুর পরে অনন্ত কাল আছে তাই
মানবাত্নারা পৃথক চলে এত উচু-নিচু ।।
২। মধ্যরাত
মধ্যরাতে কে জাগোনি জাগো,
জীবনের দুঃখ-কষ্ট নিরশনে
খোদার কাছেঁ পরম প্রেমে মাগো ।।
৩। জীবন্ত-লাশ
নিজের সম্মুকে পাথরের মত দাড়িঁয়ে
নিজেরই জীবন্ত লাশ,
আঘাত আসলেও প্রতিবাধহীন
অন্তগহীনে চেপে রাখি আক্রোশের দীর্ঘশ্বাস ।।