মিনিকাব্য-১
তোমার গভীরে অগভীর নদী-
তার জলে পূর্ণ করো,
আমার অনন্ত পিপাশা...।।
মিনিকাব্য-২
ভালোবেসে কী দেবো তোমাকে
দূঃখ?
দূঃখও আমার নেই...।।
মিনিকাব্য-৩
তুমি আমার মন সাগরের
অপূর্ব এক তরী,
এই তরীতে বয়ে যেতে
অনন্ত কাল মরি ।
মিনিকাব্য-৪
ভাসতে ভালো চাইনা টাকা
মনের শুধু দরকার,
মনই হলো এই জীবনের
সব'য়ে বড় অলংকার ।