চৈত্রের প্রখর রোঁদে

মাঠের বুকে জীবন্ত সবুজ ঘাঁস শুকিয়ে

একেবারে বিবর্ণ ,

ধীরে ধীরে মাঠের বুক ফেটে ফেটে হয়েছে চৌচির,

কারো চোখে থেকে এক ফোঁটা পানিও পড়লোনা সবুজের মৃত চিৎকার দেখে !!

যারা দূর থেকে অনেক অনেক পানি দিবে বলছিল দূর থেকে ,
তাও মুখে পরার আগে এই শুকিয়ে গেল| যদিও বেদনাময় | তবু এমনি হয় |


নির্বাক দূর -আকাশ যখন কেঁদে কেঁদে একাকার হয়ে,

তার আবেগ প্রকাশ করেছে !!

মাঠ আবার তার বুক বেধেছে ,ভাসিয়ে দিয়েছে দুঃখ,

বুঝেতে পেরেছে সে,ভালবাসা দুরে যেতে পারে,হারিয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারেনা।

সেদিন থেকে আবারো জন্ম নিতে শুরু হয়েছে অজস্র জীবন্ত সবুজ ঘাঁস :)

৩৬৫ দিন,১২টি মাস,এই ভূমি পীঠে আমাদের ও এমনি বসবাস।।

বশির আহমেদ বান্টি
০১৬৭০-৯২৫১৩০