যে আগুন নিভৃতে জ্বলে অবিরাম,
হরিৎ বনে পাহাড় যেখানে ঘুমায়
আর ধোঁয়াগুলো উড়ে যায় নিশ্বাসের অতি কাছ থেকে
স্মৃতির গন্ধে ব্যগ্র হয়ে পড়ে থাকি
কে বাঁশি বাজায়
কে বাঁধে বাঁশ বনে নীড়।
কে তুমি কুয়োর জলে কর পান,
পাখা ঝেরে উড়ে যাও দূরে,
বনের গহিন আর কতো পথ শেষে
যেখানে আছে একলা বাড়ির উঠান
যেখানে মেঘগুলো হামলে পড়ে কুঁড়ে ঘরের চালের 'পরে
বৃষ্টি পড়ে ইচ্ছেমতো ঝমঝমিয়ে
আর,হাত বাড়ালেই জলের স্পর্শ শিহরণ তোলে!