স্বাধীনতা দেখো
পালকের গায়,
দেখো রাজহংসে
জলে ছুটে, অথবা মাঠে, সবুজ ঘাসের গায়
জলের পরে যখন খুশি উড়ে যায়
পাতিহাঁস
জলে ডুবে খেলে, ধরে মাছ
পাতালের গায়।
সন্ধ্যা নামে যবে, ডেকে নেয় ঘরে, বালিকা
আয় চৈ চৈ
স্বাধীনের পাছে ছুটে চলে পরাধীন
ঘরে আয়, চৈ চৈ!

স্বাধীনতা দেখো, নলখাগড়ায়
সারাদিন বাতাসে দোলে, সারিবাঁধা দল
ফড়িং এসে চুমে যায় গাল
টুনটুনি বাঁধে বাস, মিতালি উড়ায়!
স্বাধীনতা দেখো, উড়ন্ত পাখির গায়
দূর আকাশের প্রশস্ত নীলিমায়
উড়িয়ে দিয়ে মন, ডানার পালক
লাল সবুজ- বাংলায়
পরবশ,
বাংলায়!