যেতে যেতে বারবার
আয় পাকু পারাবার
ডাকে তার কিশোরী বোনটি
গাঙ চরে ছোট নাও
ত্বরা করে পারে যাও
ছোটবড় নাও নিবে কোনটি।
ওপারের ঘন ঘাস ডুবে রয় জলে
কলকল ভরা জল একতালে চলে
মহিষের পাল দুটি
কাদাজলে লুটোপুটি
রাখালের নাও দুটি চুপি কথা বলে
কলমির তরু দূটি হেসে গলে পড়ে।
একসারি সাদা বক জলে ভেজা গা
উড়ে যায় গগনে সরু তার পা
একপাশে ধানক্ষেতে
পাখি গুলো আছে মেতে
টংঘরে দড়ি টানে ঘুঙুরের ধ্বনি
উড়ে যায় গাঙচিল হাকে তার বানি।
ভরা নায়ে চলে যায় দূর পথচারী
ছুঁইছুঁই জল তার তবু ধরে পাড়ি
মাঝখানে উঠে জল
ডুবুডুবু ধীরচল
দুই ধারে কলকল ভাঙে তার ঢেউ
ওপাড়ের গেঁয়ো কুকুর করে ঘেউঘেউ।
ঘাসপাতা ভরা নাও ধেয়ে আসে পারে
খাল ধরে কত পথ যেতে হবে তারে
বেলাটুকু বয়ে যায়
সহসা পূবাল বায়
উজানের স্রোত হেথা থেমে যায় নাও
হাল ধর পূবালে পাল তুলে দাও।