যদি বনের পাখির মতো অবাধ জীবন নিয়ে ফেরা হতো এখানে
সারাদিন নদীর জলে শরের ফাঁকে কেটে যেতো অলস বেলা
ডুবসাঁতার লুকোচুরি ডাহুক-ডাহুকী!
বেলা শেষে সন্ধ্যার আয়োজনে দ্বীপ জ্বালে সেঁজুতীর আলো;
দ্বাদশী'র শুক্ল চাঁদে নোঙর ফেলে জানালার ঈশান কোণে,
আকাশে সোনালী ফুলে ছেয়ে গেছে সমস্ত পথ,
খিড়কি পুকুর হতে জল নিয়ে ঘরে ফিরে বালিকা ;
নদীর খোঁজে উড়ে যায় পথ ভোলা মেঘের গাঙচিল,
শিরীষ বনে রোমশ ফুলে উড়ে চলে অজস্র ডানা
পথ ভুলে যায়, পথ হারায়
কতশত বালিকা!
আকাশে আঁকা।
একদিন রাতদুপুরে বটের তলে শাঁই শাঁই ছুঁটবে জলে পাখি
হয়তো ডাহুক অথবা ক্লান্ত বুনোহাঁস,
ঝলসানো শিয়ালের চোখে বিচ্ছুরিত আগুন,
দিকবিদিক গর্জন হাঁকে এধারওধার ,
আমরা জড়সড় নীড়ে হীম রক্তে ডানায় পালকে,
বাচ্চাগুলো নড়ে ওঠে চিউ চিউ,
শিয়াল গুলি হামলে পড়ে আমাদের গায়।