এখন যেন মিথ্যে বলায় পাপ নেই,
কথা দিয়ে কথা না রাখা!
শান্তি' র কথা বলে অশান্ত কাজ করা মানুষের স্বভাবসুলভ নিয়ম হয়েছে!
এখন আর আমি ব্যথিত হইনা,
অনুগ্রহকারী প্রাপকের কাছে ঋণী হয়ে যাচ্ছে
গ্রাহকের অবিবেচক দাবীর খসড়া বাড়িয়ে নির্মম ভাবে আদায় করছে।
রাবার যেমন প্রশস্ত হয়
নীতি বহির্ভূত!
রিজিকের জন্য ভয়ঙ্কর হচ্ছে মানুষ
মাসজিদে যাওয়া বাড়িয়েছে
ঋণ কে ঋণ হতে আড়াল করে,
অনুগ্রহ পাওনা দাবি বলে নায়েব পেয়াদা পাহারা দেয়
অবৈধ আদায়কারীর অবৈধ আমলনামা।
এখানে কোমলতা ব্যধিতে পরিণত হয়
লাজুক মানুষ টি গোপনে কাঁদে শৌচাগারে!
ধ্বনি হীন তালাবন্ধ জীবন চলে দৈন্য মানুষ,
লাজুক আর আত্মসম্মানবোধের মামলা
বোবাকালা অন্ধ বিচারক
অঘোষিত কারাগার!