নীল রক্ত
এম,এস, বাশার
--------------------------
শিকায় তোলা এক গ্লাস দুধ,
এটা মিরা বাড়ীর ঢেঁকি'র শব্দ
এখন নির্দয় বাতাস বইছে দিকভ্রান্ত
কুঁড়িগুলো ঝরে পড়ছে
ধুলায় লীন।

মুক্তো টা আটকে আছে খোলসে
আলো চাই, আর দ্যুতি
মেঘ ছুটছে;
পুকুরপাড়ে হাসনাহেনা গন্ধ ছড়ায়
প্রাণ নেই,
পাতা পড়ে, ডাল ভাঙ্গে!

একটি ডাল হতে ছুটে যায় নীল প্রজাপতি
ক্ষত ডানা, নীল রক্ত ঝরে
নীল হৃদয়টা উড়ে যায় দূরে
রক্তের ফোঁটা পড়ে থাকে পথে পথে;
নীল রক্ত, রক্ত নীল।