যখন মেষপালক খড়ের ঘরের ছায়ায় বসে বাঁশি বাজায়
আমি চারটি খুঁটি চিকণ বাঁশের ঘন গিঁটে দাঁড়াতে দেখেছি
প্রাচীর বিহীন দক্ষিণ হাওয়া মাড়িয়ে যায় গা
সবুজ আখ ক্ষেত, ঢেউতোলে।
এইতো গোলাপ কুসুম, অজস্র রঙিন
রোদেলা আলোয় গা দোলা'য় আনত ফসল
বাঁশি বাজে, কতদূর যায়।
এই লতা গুলি- আর কত চোখ
ডোবা'র তলে জল, গোবৎস চেয়ে থাকে তৃষ্ণাতুর!
মা ছুটে আসে, আর মেষ দল,
সুর থামে রাখালের বাঁশি, ছুটে আসে,
রোদেলা দুপুরে,
দুপুর রোদেলা!