গাঁজন হাটে নৌকা ঘাটে
নদীর তটে বস্তা বয়
অদূর গাঁয়ে আসলো পায়ে
পূবাল বায়ে মুখ উঁচায়।
মেঘ এসেছে এলোকেশে
নারীর বেসে ঝাঁকড়া চুল
মাল্লা দুজন ছাড়ল গাঁজন
সঙি স্বজন নৌকা খুল।
টঙ দোকানি ফেলছে পানি
ডাকছে শুনি পূব আকাশ
টগবগিয়ে কেশর নিয়ে
নেতিয়ে চেয়ে শুভ্র কাঁশ।
ভিড় জমেছে চালার কাছে
ভিজছে গাছে তিনটে কাক
ছুটছে তরি পালের চারি
তরতরিয়ে অদূর বাঁক।
বাঁশের আড়ে গাঙের পারে
নায়ের ধারে আখ গুলি
কোন দোকানি দোকান খানি
ছাড়ল জানি তট ভুলি।
বৃষ্টি এলো বৃষ্টি গেলো
বৃষ্টি নিলো হাট ভাঙা
মেঘ হারালো ফর্সা হল
ঘিরে এলো সাঁঝ রাঙা।