কবে একদিন আবার যাবো সেথা
নদীর চরে এলিয়ে তরু যেথা
নৌকো বেয়ে চরের ছোট খালে
তরুগুলো বলবে কত কথা।
আমার নায়ের গলুই রবে ফাঁকা
সম্মুখেতে দেখবো খালের বাঁকা
দাঁড়িয়ে আমি দেখবো অনেক দূরে
একটা ছবি সম্মুখেতে আঁকা।
কয়টি ছেলে নাইছে খালের জলে
ডুবটি দিয়ে লুকায় জলের তলে
একটি ছেলে ঝোপের ধারে জাগে
দুইটি মেয়ে দাঁড়ায় ডাঙার আলে।
একটি মিয়া ঝিকে ফেলে জাল
টেংরা পুটি যেথা জলতল
ছোট্ট মেয়ে কুড়ায় জালের মাছ
ফিরে যাচ্ছে- আসবে বলে কাল।
ওই যে কিষাণ নৌকো বোঝাই করে
মাঠের ফসল নিয়ে যাচ্ছে ঘরে
একটি কিশোর সেচছে নায়ের জল
রবি তখন অস্ত যাচ্ছে তল।
দূরে কোথা দেখছি একটি বাড়ি
নৌকা বাঁধা আদূর ঘাটে তারি
ধানের আঁটা তুলে নিচ্ছে কেউ
সিরিশ ডালে বসলো বকের সারি।
কেমন করে যাবো আমি হেথা
আমায় ঘিরে পাহাড় পাথর যেথা
অনেক দূরে সেই যে সোনার চর
কেমন করে শুনবো তরুর কথা।