আবার সন্ধ্যা এলে কভু
আলের পাশে ঝোপের ধারে বাতাসে
কাশবনের আরও কাছে
পদচিহ্ন ধরে
যখন ডেকে উঠেনি কীট,
ডাহুক-ডাহুকী
শিরীষ ডালের ঘুমন্ত অলস পাখি
বিজন বাড়ির ধারে,
সদ্য স্নিগ্ধ অন্ধকারে
আবার সন্ধ্যা এলে কভু।
ঝাউ খাগড়ার ছিপছিপে পাতার তলে
যদি সন্ধ্যা আসে
ঝিঁঝিঁ ডাকার পাতার ফাঁকেফাঁকে
জোনাক জ্বলা ঠায় দাঁড়ানো ঝোপের কাছে,
খড়কুটো নাড়ার চালার তলে
সন্ধ্যা এলে আবার
ছুটে যাবো পা বাড়িয়ে
নিঃশব্দে
পড়শি বাড়ীর উঠান পেড়িয়ে একা
দূর থেকে দূরে
আরও দূর সীমানা পেড়িয়ে সন্তর্পণে
হারিয়ে যাবো
আবার সন্ধ্যা এলে কভু।