মাঝে মাঝে আসুক এমন নিদ্রাহীন রাত,
অস্থির সময়, ধৈর্যের পরীক্ষা হয়ে যাক মাঝেসাঝে।
সুখে ছেদ পরুক যখন তখন,
অকারণে, অপ্রত্যাশিত।

গল্পও তো একটানা লেখা নয়,
বিরতি থাকুক জীবনেও,
অনুচ্ছেদ শেষ হোক, অনুচ্ছেদ শুরু হোক আবার।
দীর্ঘ সাদা অক্ষর হীন শূন্যতায়
দেখে নেওয়া যাক, দিক হারা পথিকের
জোর কতখানি। খুঁজে খুঁজে রাস্তা পেতে কতক্ষন,
নাকি গোলকধাঁধায় হারিয়ে চর্কিপাক।

নিজেরও পরীক্ষা হোক এভাবে
মাঝেসাঝে, দম আছে কত
একা পথ চলায়, শিরদাঁড়া সোজা কতখানি।