এই অপরাহ্ন বেলায় এখন আমার জীবনকে চাই।
সাধ আর সাধ্যের মাঝে মনগড়া কাঁটাতারে
   অনেক দিন হল সে আহত।
ঝুলছে ক্ষতবিক্ষত পাখির মত      আধমরা, নিস্তেজ।

   আজ তাকে অনেক কস্টে ছাড়িয়ে এনেছি       নরম ডানায় ছেঁড়া পালকে বহু যত্নে তিলে তিলে প্রলেপ দিয়েছি।
   নতুন ডানায় ভর করে তার এবার  ওড়বার সময় হল।
আমারও মুক্তির সময় হল এবার।

   এইসব দ্বিধা দ্বন্দ্ব হিসেব নিকেশ এর ওপারে তুমি অপেক্ষা করো,  পৌঁছতে পৌঁছতে যতক্ষণ, ততক্ষণ।
    দেহ থেকে এই স্বেদ ক্লেদ ক্লান্তির মেদ ঝরিয়ে
সেই পাখির মত হালকা শরীর মন।

    আমার এখন কাব্যময় জীবন    আনন্দময় জীবন,
এই কিশলয় বসন্তের জীবনে তুমি নবরূপে পুরাতন প্রেম
                     আমার কাছে এসো।