সকলের জন্য সময়ের চাকা এক নয়;
কিছু কুঁড়ি দেরীতে ফোটে।
অন্য সবার যখন মাঝপথ বা কারও কারও অন্তিম,
তাদের ঘিরে ভ্রমরের গান যখন শেষ হয় হয়,
তখন জেনো, তোমার চোখে ধুলো দিয়ে
সেই সব না ফোটা ঘোমটার আড়াল কুঁড়িগুলো
শেষ বিকেলে সব রূপ যৌবন একেবারে ঢেলে দিতে পারে।
কী কৌতুক!
সকলের খেলা শেষ হলে শেষ চালে
এরা বাজি মাত করবে, অট্টহাসি হাসবে।