কোনো এক বেসামাল ঘোরে মনে পড়বেনা আমায়
ক্ষততে ক্ষত বাড়িয়ে দ্বিগুণ হবে সে সাদা জামায়,
করুন যন্ত্রনার সুর তুলে বেতাল সে মাতাল বেহালা
জোছনার আলোতে ছলকে ওঠে আর্তনাদের পেয়ালা।
ঝরে পড়বে একরাশ কবিতারা চাঁদের জোছনা বেয়ে
মুগ্ধতায় পার করবে নির্ঘুম রাত্রিবেলা ছায়াপথ ছুঁয়ে,
দরজায় কপাট লাগিয়ে ছুয়ে যাবো তখন অচেতন মন
মুছে গিয়ে সব স্বপ্নের ঘোর উপন্যাস খুঁজবে ঝড়ের আগমন।।।