কতশত পথ হাঁটা কাঁধে স্বপ্নের লাশ বহন করে
ধুলোপড়া চিঠিরা সব মুখ লুকোয় অন্ধকারে,
চেতনার পথ জুড়ে সারি সারি কঙ্কালের ভিড়
রক্ত মাখা কোলাজের সামনে নত কেন তব শির ।
উন্মাদ হয়ে ছুটোছুটি নিস্প্রান মরু প্রান্তর জুড়ে
আত্মহত্যা নাকি খুন তদন্ত আজ লাশকাটা ঘরে,
মানি না এই রক্তস্নাত কসাই খানার হৃদযন্ত্রকে
জানি কবিতা হয়ে ঘিরে রাখা আদরের স্বপ্নকে ।
বিস্তৃণ শ্মশান জুড়ে চেতনার কঙ্কালের হাহাকার
বুকে জড়ানো কুয়াশাময় কাশফুলের কাঁটাতার,
চোখেচোখ রেখে যদিও দাগো কামানের গোলা
মৃত্যু অনেক তুচ্ছ প্রিয়তমা প্রেম যে হরবোলা ।।।