কে বলে প্রেম নেই ?  
প্রেম জমেছে শহরে
কংক্রিটে মোড়া এ  
ব্যস্ততার ভিড়ে ।

নিকোটিন জুড়ে মন
ফুসফুস জুড়ে ধোঁয়া
আঙুলের ফাঁকে আগুন
সবই গা সওয়া।

বুকের ভিতরে জমেগেছে
অনেক নিকোটিন
আঙ্গুলের ফাকে পুড়ছে সিগারেট
মন করছে চিনচিন।

মুখ হয়েছে অদৃশ্য
ধোঁয়ার ভিতরে ক্ষীণ,
ভালবাসতে জানেনা মানুষ
জানে জমে থাকা নিকোটিন ।

একলা বসে নিরিবিলিতে
তোর্ কথা মনে করতে করতে
সিগারেটে দি একটু টান
ধোঁয়া চলে যায় উড়তে উড়তে
ছাদ পেরিয়ে ঘুরতে ঘুরতে
তবু বসে থাকি আমি।

ধোঁয়ার মধ্যে দৃষ্টি খানা
হলো যে অস্পষ্ট
স্মৃতিরা আজ পুড়বে আগুনে
স্মৃতিরা যে হয়েছে নষ্ট ।