আজ এসেছে পক্ষীরাজ
ডানা মেলেছে বড়ো
ভবের খেলা সাঙ্গ করি
আমায় মাফ করো

সূর্য থেকে রশ্মি নিয়ে
তোমায় প্রথম ছোব
আলতো করে তোমায় ছুঁয়ে
হাওয়ার সাথে মেলাবো

তবে তুমি গন্ধ পাবে
অনেকটা ঠিক ধুপ পোড়া
দেখো তুমি আকাশ পানে
আমি দাঁড়িয়ে একদম আনকোরা