তরল মৃত্যু নামে গলা বেয়ে ঘুমের তলদেশে
আ-জীবন যেখানে কান্নার ব্যার্থতার মিছিল,
তফাত তো নেই কোনো সেই দ্বেষে আর বিষে
আজও হৃদয়ের কুঠুরিতে স্বপ্নেরা রঙ মাখে নীল ।
বুঝিনি দাবানলে পুড়েছিলো গোলাপের বাগিচা
তখনও আকাশে ভেসেছিলো ম্লান রামধনুর ছটা,
শুধু গলেছিলো বরফ যখন পাহাড়ের সমতলে
মেরুর প্রান্তে ছিল চির-বসন্তের সামিয়ানার ঘটা ।
জ্বলেছিলো চিতা পৃথিবীর এক অজানা প্রান্তরে
মিশেছিল পোড়া ছাই তখন এ বাতাসের পাজঁরে,
বিঁধেছিলো বুকে সেদিন মিথ্যে দিন বদলের গান
ছিলো ম্লান হাসি পথিকের মুখে, আর মনে মায়ার টান।।।