হঠাৎ সেদিন ছুটির পরে
        বাইক করে
ফিরতে ছিলেম বাড়ি।
     তাকিয়ে দেখি    
পথের ধারে দাঁড়িয়ে আছে            
সুন্দরী এক নারী।

তারপর সে মুচকি হেসে
     বলল শেষে
বাইকে নেবে ভাই?
আমি তখন, প্রথম রেগে
একটু পরে ভেবে ভেবে
বলি, চলো তা হলে যাই।

একটু পরে
হালকা জোরে
বলি, কোথায় যাবেন?
নয়ন ভোলা হাসি দিয়ে
একটু খানি এগিয়ে গিয়ে
বলে, সবুজ দ্বীপেই নামাবেন।

     একটু চলার পরে                                                                      
দু বাহু দিয়ে ধরে
বলে! বর করেছে পর।
আমি তখন ভাবি
বিবেক ? কোথায় যাবি?
তখন নেই কোনো ভয় ডর।

ঢেউ খেলানো চুলে
পদ্ম অধর ফুলে
লাগল মাতন নেশা।
তরঙ্গায়িত কটী
দেখে জঘন দুটি
হারিয়ে গেল ভাষা।

জল টল টল চোখে
অপরূপার মুখে
সহসা নামল অমানিশা।
সুখ দুঃখ ব্যথা র মাঝে
রোমান্টিকতা আর কি সাজে?
হারিয়ে গেল দিশা।

আজ! বেড়াই খুঁজে তারে,
গান কবিতার সুরে
ভাবি ,আর কি দেখা পাব?
শস্য শ্যামল দেশে
হয়তো নতুন বেশে
নতুন ভাবে যেদিন কাছে যাবো।
    *********