বন্ধু মানে রাগ অভিমান,বন্ধু মানে আড়ি।
বন্ধু মানে তোর সঙ্গে, দেবো জীবন পাড়ি।
বন্ধু মানে রাত দুপুরে, হঠাৎ বেরিয়ে পড়া।
বন্ধু মানে হৃদয় বীনার, ভালোবাসার ছড়া।
বন্ধু মানে দুঃখের দিনে, রাখবে হাতে হাত।
বন্ধু মানে ভুল বোঝাবুঝি, থাকবেও সংঘাত।
বন্ধু মানে গোপন কথা, ফিসফিসিয়ে বলা।
বন্ধু মানে সারা জীবন অনেক পথ চলা।
বন্ধু মানে প্রানের দোসর, ভালোবাসার ছবি।
বন্ধু মানে খোলা আকাশ, সেই তো হবে সব-ই।
যতই আসুক দুখের আঁধার, যতই নামুক কালো।
বন্ধু মানে লক্ষ খুশি লক্ষ তারার আলো।
বন্ধু মানে মধুর মুখে, প্রাণ খোলা এক হাসি।
মনে রাখিস বন্ধু তোকে ভীষণ ভালোবাসি।
বন্ধু আমি তোর কাছে তো, চাই না সুখের ভাগ।
দুঃখের সময় থাকবো পাশে দিস যেন তুই ডাক।
বন্ধু তুই ভোরের আলো, সূর্য -হাসি - আকাশ।
আর যা হারাক জীবন থেকে তুই যেন না হারাস।