ভালোবাসার সময়
বরুণ হালদার
অনেক চেষ্টা
কোন কিছুতেই ঘুম আসে না,
দু-চোখের সাথে হৃদয় জ্বলছে,
রাত যতো বাড়ছে,
ততো তুমি ভাস্বর বন্ধ দুচোখে।
হয়তো তুমি ঘুমে আচ্ছন্ন,
চেতন পৃথিবী থেকে বহু দূরে স্বপ্ন কাননে,
পাশে এলিয়ে রয়েছে লম্বা বিনুনি,
দুই একটা চুল মুখের লাবণ্যে খেলছে,
আহা কি অপরূপ শোভা,
তুমি ঘুমাও, আমি রাত জাগি।
এখন অনেক রাত,
পৃথিবী ঘুমায় জেগে থাকি আমি,
কিছুতেই ঘুম আসে না,
গভীর অন্ধকার এ আঁধার যেন,
তোমার ঘন কালো কেশ,
আমি আঁধারে হাত বোলাই,
ডুবে যাই তোমার চুলের গভীরতায়।
চাঁদের রুপালি স্রোতে,
তোমার হাসিমুখের আভা দেখতে পাই,
আমি নরম জ্যোৎস্নায় হাত দেই,
তোমার গালের কোমলতায় হারাই,
পৃথিবী ঘুমাক,
আমি কি করে ঘুমাই।
গোলাপের কল্লোল ভেসে আসে,
আমি বিস্ময়ে কান পাতি,
না বলা কথায় যে কথা বলেছিলে,
স্পষ্ট সেই কথা শুনতে পাই ,
পৃথিবী ঘুমালেও,
আমি কি করে ঘুমাই।
কিছু পরে আলো ফুটবে,
রাতের গভীরতায়
তোমার হৃদয়ের গভীরে ডুবে যেতে চাই,
এ সময় ভালোবাসার সময় ,
পৃথিবী ঘুমাক,
আমি কি করে ঘুমাই।
... ... ... ... ....