*ভালোবাসা
বরুণ হালদার
ভালোবাসা দারুন ভালো,
অনেক বড় স্বপ্ন দেবে,
স্বপ্ন গুলো
কুরুশ কাঁটায় বুনতে দেবে,
আকাশ জুড়ে উড়তে দেবে।
পানের থেকে চুন খসলে পরে
দুঃখ দেবে।
কাঁটা আছে তাই বলেকি,
গোলাপ থেকে থাকব দূরে ?
তা আবার হয় কখনো !
ঠিক বলেছো,
তাইতো এতো ছুটোছুটি,
মনের মধ্যে লুটোপুটি,
সকল সুখ তার কাছে,
মনে মনে রাজা ভাবি।
ভালোবাসা দারুন ভালো,
শক্তি দেবে সাহস দেবে,
আঁধার ঘরে আলো দেবে,
শীতের রাতে গরম দেবে,
বৃষ্টি দেবে ফাগুন দেবে।
অভিমানের আগুন দেবে।
কি যে বলো ! তাই বলে কি,
রামধনু রঙ
চোখের জলে ভাসিয়ে দেব !
ফাগুন রঙের তপ্ত আগুন
মনের মাঝে কবর দেবো !
না না ,
তা আবার হয় কখনো !
ঠিক বলেছো।
সব কথা তার মানতে হবে,
আকাশ সম সোহাগ দেবে,
পাহাড় সম তৃপ্তি দেবে,
অভিমানের সিন্ধু দেবে,
হার জ্বালানো দুঃখ দেবে,
হৃদয় পোড়া গন্ধ পাবে।
তাই বলে কি,
আগুন থেকে থাকব দূরে ?
তা আবার হয় কখনো।
ঠিক বলেছো,
পতঙ্গ মন মনের কাছে,
দারুন তাপে পোড়া ভালো,
দুটি হৃদয় জোড়া ভালো।
ভালোবাসা দারুন ভালো,
ভালোবাসা দারুন ভালো।
... ... ...