স্মৃতির জানালায় একদিন
                       বরুণ হালদার

গত বছর দোল উৎসবে গিয়ে
যার সাথে পরিচয় হয়েছিল ।

সবুজের নির্জনতায়,
তার কন্ঠে গুরুদেবের গান শুনে,
তার প্রতি ভালোবাসা,
আরো বেড়ে গিয়েছিল।

তারপর কথায় কথায় ,
সে অনেক কথা,
যেন শিমুল পলাশ এর সাথে ,
বসন্ত রং লেগেছে শরীরে
মনে ও মুখে।

রবির দেশে রবির অস্তরাগে ,
লালমাটির মেঠো পথে হাঁটতে হাঁটতে ,
সেদিনের তার কথাগুলো
আজও স্পষ্ট শুনি একাকিত্বে।

তার লাবন্যম‌য়ী  কথা মধ্যে,
ঊষা স্নানের মত স্নিগ্ধতা ,
আর বর্ষার মেঘের মতো আবেগ ,
এর কোনটার কার্পণ্য ছিলনা।

যেটা ছিল, সেটা হল
অপরিণত বৃক্ষের পরিণত কুড়ি।

তৃষিত বৈশাখের দাবদাহে ,
বৃষ্টির শীতল ছোঁয়ার মতো
শিহরিত সে ,
দুহাতে জাপটে ধরেছিল,
দুটি হাত উত্তরের আশায় ,
কিন্তু সদুত্তর দিতে পারেনি তাকে।

এখনো প্রায়ই সে,
শিশিরের কলতানে,
আমার অন্দরমহলে
মুখোমুখি বসে।

হঠাৎ তাকিয়ে দেখি ,
কালি-মাখা নোনা জলে ঢেউ তুলে ,
আর কম্পিত কণ্ঠে বলতে থাকে
তুমি বোকা, ভীষণ বোকা।
             ... ... ...