রোদ্দুর
বরুণ হালদার
কচিপাতা রোদ্দুর হতে চায়,
পৃথিবীর ফুসফুস ভরে দিতে চায় বিশুদ্ধ বাতাসে।
উপযুক্ত পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে,
রোদ্দুরের স্বপ্ন চৌচির অচিরে।
উন্নতি চরম শিখরে,
পৃথিবী বন্দী হাতের মুঠোয়,
যঠোর আগুনে পুড়ে যায় শৈশব,
রাষ্ট্র কাঠামো ঘুনপকায় কাটে।
রোদ্দুর ঘাম হয়ে ঝরে
চায়েয় দোকানে,
চটকলের মাটিতে,
বাবুর বাড়ির এঁটোতে,
আলোহীন ছোট্ট ঘরের চৌকিতে।
দাঁত নখ বের করে
লাম্পট্য হাসে উন্মাদনার হাসি,
কোনো মতে প্রান বেঁচে যায়,
রোদ্দুর এখন বন্দী পাগলা গারদে।
তাপ উত্তাপ হীন যৌবন
অপলকে তাকিয়ে থাকে,
স্মৃতিতে রয়ে গেছে সেই
বীভৎস গাঢ় ছাপ,
বাঁচাও, বাঁচাও, বাঁচাও!
কতো রোদ্দুর সমঝোতা করে,
নিজেকে বিকিয়ে বাড়ায় উজ্জ্বলতা।
আলোর আলোয় কোমল ছায়ায়
বেড়ে ওঠে পৃথিবী।
কতো রোদ্দুর,
পরিস্থিতির চাপে ডুবেযায় অমাবস্যার
ঘন কালো আঁধারে।
কতো রোদ্দুর
নিজের মত করে, মাথা উঁচু করে বাঁচে।
কতো রোদ্দুর
নিজের মত করে, মাথা উঁচু করে বাঁচে।
... ... ... ...