রঙে রাঙিয়ে
বরুণ হালদার

পাতা ঝরার হলো অবসান,
কচি পাতা হাসে ডালে।
ফুলে ফলে সাজে পৃথিবী,
বনবীথি নাচে হাওয়ার তালে।

প্রতিবছর আসে দোল পূর্ণিমা,
সবাই বাঁচে মনের আনন্দে।
আবিরের সাথে মনের রং মিশিয়ে,
মাতে ভালোবাসার গন্ধে।

অনেক অপেক্ষার হলো অবসান,
দোল পূর্ণিমা এসেছে দ্বারে।
আকাশে বাতাসে রং লেগেছে,
তার কথা মনে পড়ে বারে বারে।

দখিণা হাওয়া ফাগুন এসেছে,
শিমুল পলাশের বনে মেলা।
ফুলের রঙে রাঙিয়ে জীবন,
এবার হবে রঙের খেলা।

আবির হাতে কাছে আসা
হৃদয় জুড়ে ভালোবাসা।
এই শুভ দোল পূর্ণিমায়,
মিটবে মনের গোপন আশা।

আবিরের রঙে তাকে রাঙাবো,
কাছ থেকে ছুঁয়ে একবার।
এ সুখের নাই সীমানা,
ছোঁয়া যেন আসে বারবার।

ফাগুন এলে প্রকৃতি সাজে,
রঙে রঙে রঙিন হয় মন।
শুধু পলাশের রঙে নয়,
মনের রঙে রাঙাবো অণুক্ষন।

নাই সংশয় তাই যেন হয়,
খুশিতে কাটুক জীবন আগুন,
ছয় ঋতু হবে এক ঋতু,
সারাবছর থাকুক ফাগুন।
               ... ... ...