নজরুল
বরুণ হালদার

কি সময় এল,
মানুষ হারিয়েছে বিবেক,
হারিয়েছে চেতনা।
সৌহার্দ্য শব্দ  হারিয়েছে মৌলিকতা,
চারিদিকে বিভাজন।
ওহে সম্প্রীতির কবি নজরুল,
তোমাকে আজ বড় প্রয়োজন।

এখন প্রতিবাদ হয় রাজনৈতিক রঙ দেখে,
লাভ লোকশানের হিসাব কষে,
সর্বত্র চলে স্বজন পোষণ।
ওহে বিদ্রোহী কবি নজরুল,
তোমাকে আজ বড় প্রয়োজন।

সমাজের আয়না কবি সাহিত্যিক,
স্বার্থের লোভে মেরুদন্ড বিকিয়ে
খমতার কাছে নতজানু,
এ যে ধ্বংস যজ্ঞের আয়োজন।
ওহে নির্ভীক কবি নজরুল,
তোমাকে আজ বড় প্রয়োজন।

সঙ্গীতে এখন ঢুকে গেছে অসুরের সুর,
মনোহরা সুরে কি সব সংযোজন।
ওহে প্রেমিক কবি নজরুল,
তোমাকে আজ বড় প্রয়োজন।

তোমার কালজয়ী বাণী আজ প্রহসন, এখন দুটি বৃন্তে দুটি কুসুম,
অবিশ্বাসের দোলাচলে নেই কারো ঘুম,
তুমি আমাদের অতি স্বজন।
ওহে সাম্যের কবি নজরুল
তোমাকে আজ বড় প্রয়োজন।

ক্ষুরধার তোমার লেখনী,
বিদ্রোহী, সাম্য, সম্প্রীতির চেতনা, এসব আজ ম্লান।
হৃদ্যতা হারিয়ে আজ আমরা অভাজন।
ওহে সকলের প্রিয় কবি নজরুল, আজ তোমাকে বড় প্রয়োজন।
               ... ... ... ...