মেঘলা দুপুর
বরুণ হালদার

মেঘলা দুপুর টাপুর টুপুর,
মনের জানালা খোলা।
উষ্ণ বাতাস মনের ঘরে,
যায়নি তারে ভোলা।
তখন ছিল দারুন বাতাস,
চমৎকার সে আগুন।
শীত গ্রীষ্ম দারুন চমক,
সারা বছর ফাগুন।

চোখ ভরা স্বপ্ন ছিল,
আকাশেতে ঘুড়ি।
অথৈ সাগর উথাল ঢেউ,
হৃদয়ে হৃদয় জুড়ি।
শীত বর্ষা আলাদা ছিল না,
সারাবছর ফাগুন।
শীতল বাতাস উধাও হলো,
এখন সময় আগুন।

আগুন পোড়ায় বক্ষ জুড়ায়,
পুড়তে লাগে ভালো।
হৃদয়ে হৃদয় জুড়তে গিয়ে,
জীবনের রং কালো।
হঠাৎ করে ভাঙলো সাঁকো,
ঘুন ধরেছে আগে।
তুমি এখন অন্য কারোর,
ব্যথার স্মৃতি জাগে।

সে সব দিন অতীত এখন,
তবু মনের মাঝে ঝড়।
মনের ঘরে গুমরে মরি,
তুমি তেপান্তর।
বৃষ্টি আসে সব ভিজে যায়,
মনের মাঝে ছাই।
স্মৃতির ঘরে জীবাশ্ম,
এখনো তোমার ভালো চাই।

স্মৃতির ঘরে জীবাশ্ম,
এখনো তোমার ভালো চাই।  
      ... ... ... ...