ফিরে দেখা
বরুণ হালদার

বন্ধ ঘরে গুমট গরম,
জানালা আছে খোলা।
বাতাস ছিল উধাও হলো,
যায়নি তারে ভোলা।

ফাগুন কিংবা বৃষ্টি দুপুর,
নিজের কাছে একা।
উদাস বাতাস খুঁজে মরে,
পায়না তার দেখা।

মনখারাপের কারন নেই,
তবুও মাঝে মাঝে হয়।
অতৃপ্ত এক বাতাস এসে,
কত‌ই কথা কয়।

সে ছিল এক দারুন সময়,
সঙ্গে ছিল আকাশ।
এখনো আকাশে সূর্য ওঠ,
নাই শুধু সুরভীত বাতাস।

সবুজের রঙ ফিকে এখন
তবুও ফুল ফোটে।
ঝড়োহাওয়া আসে ঠিকই
শীতল বাতাস না জোটে।

মনকে তুমি সঙ্গ দাও,
পথ দেখাবে সে।
এমন আপন বন্ধু তোমার,
বলো আছে আর কে?

বয়স তো সংখ্যা সমন্বয়,
মনকে গুরুত্ব দিও।
কেউ যদি দেয় মনের ছোঁয়া,
দুহাত ভরে নিও।

কেউ যদি দেয় মনের ছোঁয়া
দুহাত ভরে নিও।
            ... ... ...