ফাগুন আগুন
বরুণ হালদার

পাতা ঝরার দিন শেষ হলে
আসে সম্ভাবনার সবুজ।
শিমুল পলাশের রঙ মেখে
মন হয়ে ওঠে অবুঝ।

ভাবছি এবার এই বসন্তে
সত্যি সত্যি পলাশ হব।
রুক্ষ শুষ্ক পৃথিবীকে
দুহাত ভরে রাঙিয়ে দেবো।

যাদের মনের গহীনে,
মন খারাপের পাহাড় আছে।
অনেক রঙের স্বপ্ন নিয়ে
আগে যাব তাদের কাছে।

অভিমানের প্রশ্ন নিয়ে
যারা আছো একটু দূরে।
শিমূল রঙে ভুলিয়ে দেব
মন ভুলাবো ঝুমুর  সুরে।

দুঃখ শোকের কষ্ট যত
আকাশেতে ছড়িয়ে দাও।
ফাগুনের রঙিন রঙে
জীবনটাকে রাঙিয়ে নাও।

ঘড়ির কাটা চলছে ঘুরে
একদিন যেতে হবে বহুদূরে।
ঠুনকো বিষয় ভুলে গিয়ে
সময় ভাসিয়ে দাও প্রেমের সুরে।

বন্ধ চোখে দেখলে পরে
কত স্বপ্ন চোখে আঁকে।
দোল পূর্ণিমা এলে পরে
মনের রঙে রাঙাবো তাকে।

একটু আশা একটু চাওয়া
হাঁটতে হাঁটতে হাতের ছোঁয়া।
তার মনের মেঘলা আকাশ
নিজের কাঁধে তুলে নেওয়া।

এত কিছু করেও যদি
তার মুখে না ফোটে হাসি।
তখন আমি বলব তাকে
তোমায় আমি ভালোবাসি।
               ... ... ... ...