ব্রেক‌আপ
বরুণ হালদার

অনেক দিন বাদে তোমাকে দেখলাম,
উচ্ছ্বাস কিম্বা দুঃখ
কোনকিছুই ছুঁতে পারলো না আমাকে।

এমন ও একদিন ছিল
তোমাকে একঝলক দেখতে পেলে,
আকাশে, বাতাসে, মনে গভীরে
খুশির জোয়ার আসত।

আর এখন দেখ তোমাকে দেখলে,
আমার অনুভূতির ইন্দ্রিয়
মুখ ঘুরিয়ে স্বস্তি পায়।

তুমি ব্রেকআপ করে ভালই করেছ,
প্রথম প্রথম মনে মেঘ জমলেও বৃষ্টি
হতে দিইনি কোনদিন।

আবেগের ভেলায় না ভেসে
বাস্তবের মাটিতে হাঁটতে শিখেছি,
পেয়েছি মুক্তির স্বাদ।

সময় থেমে থাকে না,
এখন যে আমাকে ভালবাসে,
তার গায়ের রং একটু চাপা ঠিকই,
কিন্তু তার মনের রং
নীল আকাশে সাদা মেঘের মতো, সাদা ফুলের শ্নিগ্ধতার মতো।

তোমার সাথে ব্রেকআপ না হলে
কোনদিন বুঝতেই পারতাম না,
ভালোবাসার গভীরতা, আত্মিকতা, নির্ভরতা, উদারতা,
বুঝতেই পারতাম না জীবনের পূর্ণতা কাকে বলে।

সে আমায় সময় দেয়,
গুরুত্ব দেয়, আমাকে বোঝে,
আমার অনুভূতি ভাগ করে নেয়, আমার দুখে
তার চোখের কোণে জল জমে,
আমার সুখে তার মনে ও মুখে
স্বতঃস্ফূর্ত হাসি ফোটে,
আমার আর কি চাই।

তুমি ব্রেকআপ করে ভালোই করেছ,
জীবন থেকে কেউ চলে গেলে জীবন থেমে থাকে না।
কখনো কখনো
সেই কথা মনে হয়
যা হয় ভালোর জন্যই হয়।

©® বরুণ হালদার