আমার ভারতবর্ষ
বরুণ হালদার
ঐতিহ্য আত্মবিশ্বাস সহনশীলতা ও গর্বের
এক টুকরো কাপড়ের নাম পতাকা।
এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম,
সব রকম ভাল থাকার নাম স্বাধীনতা।
সোনার মাটির লোভে বহুবার,
বহু প্রতারক ছলে বলে কৌশলে,
রক্তাক্ত করেছে দখল করেছে
সাম্রাজ্য বিস্তার করেছে যে মাটিতে,
সে মাটি আমার মা।
বীর সন্তানেরা নতুন ভোরের আশায়,
স্টেন গানের সামনে
শিরদাঁড়া শক্ত করে দাঁড়িয়ে,
তাজা রক্ত ঢেলে দিয়ে,
রক্ত কালিতে এঁকেছে যে সীমারেখা,
সে ভুখন্ড আমার দেশ।
মাতৃ ভক্তিতে অটল সন্তান
কালকুটরির অন্ধকার ঘরে উজ্জ্বল দিনের স্বপ্ন দেখে,
হাসতে হাসতে ফাঁসির দড়ি পরে, পরাধীনতার শৃঙ্খল মুক্ত করেছে
যে মাটি,
সে দেশ আমার মাতৃভূমি।
মানচিত্রের ভিতরের মাটি আমার মাতৃগর্ভ,
আমার প্রথম দেখা আলো
আমার ভালোবাসা।
যে মাটির অন্নদানা খেয়ে বাতাস নিয়ে,
শিক্ষা সংস্কৃতি নিয়ে বড় হয়েছি, বেঁচে আছি,
প্রজন্ম এগিয়ে নিয়ে যাচ্ছি,
উন্নততর ভবিষ্যতের আশায়,
সে মাটি,
আমার মায়ের স্নেহের আঁচল।
এ মাটির পায়ের তলার মাটি এখন শক্ত,
জলে স্থলে আকাশে শক্ত মেরুদন্ডে,
শত্রুর চোখে চোখ রেখে জবাব দিতে পারে,
মায়ের প্রতাপে আমি গর্বিত।
এ মাটি শুধু রেখা চিত্র নয়
পাহাড় সমুদ্র মরুভূমি,
সুফলা সবুজ সমতল ভূমি,
বিবিধ সংস্কৃতি সম্প্রীতির উজ্জ্বলতম আলো।
মাঝে মাঝে অবাধ্য সন্তান
মায়ের চোখে জল ঝরায়,
তবুও মা
ঘৃনায় দূরে ঠেলে দেয় না,
স্নেহের আঁচলে দুহাতে বুকে জড়ায়,
মা তো মা ই হয়।
কালের নিয়মে
জীবনের যবনিকা আসবে একদিন,
শান্তিতে শায়িত হব যে মাটিতে,
সে মাটি আমার মা,
আমার ভারত বর্ষ।
সে মাটি আমার মা,
আমার ভারত বর্ষ।
... ... ... ... ... ...