একুশে ফেব্রুয়ারি
বরুণ হালদার
এসো হে একুশে ফেব্রুয়ারি,
মনে প্রাণে তোমায় স্মরণ করি।
আবহমান কালে চেতনা জাগাতে, জন্মগত অধিকারে তোমায় বরণ করি।
ভীরুতা জানেনা উনিশ একুশ,
বুকের রক্ত ঝরিয়ে পেয়েছি তোমায়।
শহীদ ভাইয়ের পাশে দাঁড়াতে পারিনি, সে বেদনা আজও কাঁদায় আমায়।
গুলির পরোয়া করেনি যারা,
জীবন দিয়ে, দিয়ে গেছে বাংলা ভাষা।
মরেও তারা, অমর রবে সকলের মনে, অনাগত কাল, এই আমার আশা।
ঠগেরা ভেবেছিল শঠতা করে,
বাড়াবে উর্দু ভাষার মান।
মেনে নেয়নি আপামর বাংলা,
বাংলা বাঁচাতে উজারিলো প্রাণ।
তারা বীর সন্তান দিয়েছে রক্ত,
দুঃখ হয়েছে বই-কি, তবু মায়ের গর্ব।
বর্বরেরা করেছে কত বর্বরতা,
তবু বাংলা ভাষা করতে পারেনি খর্ব।
পৃথিবীতে আর কোনদিন যেন,
একুশে ফেব্রুয়ারি না আসে কোন দেশে।
শংকিত মনে কম্পিত গলায়,
কোন মানুষকে বাঁচতে না হয় ত্রাসে।
কত সুখী আজ আমরা,
বাংলায় বলি বাংলায় গাই গান ।
মাতৃভাষা রক্ষায় পিছু হটেনি যারা
তাদের জানাই শত সহস্র প্রণাম।