আকাঙ্ক্ষা
বরুণ হালদার

না বলা কথায়
বলেছো অনেক কথা,
আমার কোমল কানন সেজে উঠেছে বাহারি ফুলে।

ফোনের এপারে কল্পনায় আলপনা,
এই বুঝি বলো কাঙ্খিত কথা,
বছর ঘুরে বসন্ত আসে বারবার কাঙ্খিত কথা আসেনা।

চিরন্তন কথা না বলেও বুঝিয়েছো হাবেভাবে,
কাব্য সাহিত্য সংগীতের নির্যাসে
অনুভবের হাওয়া,
হাওয়ার তালে আপন খেয়ালে গুনগুন গান গাওয়া।

তুমি আকাশ দিয়েছো, দখিনা বাতাস দিয়েছো,
দিয়েছো আগুনে লেলিহান শিখা।

তুমিতো পারতে,
প্রবল ঝড় হয়ে উঁচু পাঁচিল ডিঙিয়ে শীতল বাতাসে শুস্ক হৃদয় ভরিয়ে দিতে।

তুমিতো পারতে,
মেঘ হয়ে দারুন বরিষণে
সপ্ত সাহারার হৃদয়ে মরুদ্যান বানাতে।

তুমিতো পারতে,
লতার মতো জড়িয়ে রুক্ষ শুষ্ক মাটিতে ফ্যাকাশে গাছের সবুজ ফেরাতে।

আগুনের বুকে দগদগে আগুন জ্বেলে পৃথিবী শীতল করতে,  
কিন্তু পারলেনা, বলো কেনো ? কেনো কেনো !

কিছুই পারলে না,
না বলা কথায় বলেছো অনেক কথা,
শুধু কাঙ্খিত কথা বললে না।
            ... ... ... ...