ঘৃণায় ভালোবাসা, আবার ভালোবাসাতে ঘৃণা
ভালোবেসে দেখো বোধগম্য হয় কিনা।
ভালোবেসে সূর্য পুবদিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়
ভালোবেসে দেখো এই ভালোবাসার রহস্য কি সমাধান করা যায়?
খরা ভালোবেসে বন্যা কে ডেকে বলে
তুই বিনে মোর ভালোবাসা কিরূপে প্রকাশ পাইলে!
শ্বেতশুভ্র মেঘ রাশি মনের সুখে উড়ে বেড়ায়
ভালোবাসার সম্পৃক্ততায় জল হয়ে মাটিতে গড়ায়
ভালোবাসার আলোয় দূর হোক ঘৃণার অন্ধকার
শূন্যতা দিয়ে শূন্যের পরিচয় ভালোবেসে চাই না আর
দম্ভের ঘেরাটোপে চোখে লেগেছে নিশা
ভালোবেসে দেখো, পাবে আলোর দিশা
ভালোবেসে লাভ ক্ষতি হিসেব করে কর্ম করো
আবার ভালোবেসেই কর্তৃত্ব বর্জন করো
ভালোবেসে কবিতা আপন ছন্দে আকৃতি পায়
শব্দের খেলায় যে শুধু ভালোবাসাই প্রকাশ পায়।
ভালোবেসে যাও, ভালোবেসে যাও, ভালোবেসে যাও,
ভালোবেসে ভালোবাসাকে ভালোবাসার সুযোগ আর পাবে কি কোথাও?