ওষুধের গুণে
রোগ সেরেছে আজ
রোগের কারণ কী ছিল?
তা জেনে আর আমার কী কাজ!
বিত্তশালী বলে
সব ওষুধ কেনার ক্ষমতা রাখি
অর্থাভাবে যাদের চিকিৎসা হয় না
'তারা আমার পায়ের নিচে ' বলে ভাবি।
অসুখ আসে, অসুখ যায়
ওষুধের গুণে আমি নাচি তাই
জীর্ণ শরীরে রোগী বলে,'বাবু তোর ভালো হোক '
আমি তারে ভাবি ছোটোলোক।
আমি বলি, "সময় থাকতে লোকের ক্ষতি করিসনি,
তাই অসুখে ধরেছে তোকে "
সে বলে," বাবু, ঠাকুর ভাল রাখুক তোকে "।
রোগীর চোখের আড়ালে চলে কত ওষুধের কারবার
অসুখ সারাতে রোগীর তবে কোন ভগবানকে দরকার?