"হে প্রভু,সর্বপ্রথম তোমায় শ্রদ্ধাজ্ঞাপনে
আমি করি মাথা নত,
আমার মনঃকষ্টের বিষয়ে
তুমি নিশ্চয় অবগত!
প্রভু,তোমারই সৃষ্টির কিছু মানুষ
তারা বড়ই স্বার্থপর,
স্বার্থ প্রয়োজনে আমি তাদের আপন,
স্বার্থ ফুরলে পর।
সুসময়ের বন্ধুগুলোর সাথে তুমি
আমার বাড়িয়ে দাও দূরত্ব,
নিঃস্বার্থ মানুষগুলোর সাথেই
যেন হয় আমার বন্ধুত্ব।
প্রভু,তোমার সৃষ্টিকে নিয়ে যারা করে বিদ্রূপ,
তার করে অপমান,
তুমি তাদের ধ্বংস করে দাও কিংবা
দাও হিতহিত জ্ঞান।
আমার কষ্টজড়িত অশ্রুজল যেন প্রভু,
বৃথা নাহি যায়,
তোমার বিচারের কাঠগড়ায় যেন
তারা ক্ষমা নাহি পায়।
তুমি ছাড়া আমার আপন কেউ
নেই,আজ হলো উপলব্ধি,
তোমার অনুশাসন মেনে জীবন
পরিচালিত করিতে চাই মৃত্যু অব্দি।"