আমারও ভালোবাসা ছিলো,
স্বচ্ছ তার রূপ।
বহুজনে তাকে নিজের মত করে
রাঙিয়ে নিতে লাগলো।
আমিও রঙিন হলাম ধীরে তবু
ওই রঙের ভিড়ে কোথাও খুঁজে
পাইনি আমার ভালোবাসা -স্বচ্ছ যা।
তারপর একদিন চোখ ঝাপসা হলো
এতদিনের রঙিন ক্যানভাসে কারা যেন
কালি ছুঁড়ে চলে গেলো দূরে।
কারা ওরা?
চোখে চশমা তুলে সেই স্বচ্ছ কাঁচের ভিতর
দিয়ে দেখতে পেলাম ওরাই সব কাছের মানুষ।
আমারও ভালোবাসা ছিলো,
স্বচ্ছ তার রূপ।
এরপরেও বহু রং ছুঁতে পেরেছে আমায়,
আমিও বন্ধু ভেবে ঠকেছি বহুবার।
রংবদলের খেলা দেখতে এখন আমি
বেশ অভ্যস্ত হয়েছি।
শুধু মাঝে মাঝে প্রশ্ন করি নিজেই,
মনের মাঝে দূরত্ব যেমন বাড়ে,
গাছেদের বাড়েনা কেনো?
কেউ উত্তর দেয়না শুধু-
চশমার কাঁচ ঝাপসা হয়ে যায় মুহূর্তে,
সেই স্বচ্ছ কাঁচ।।