শীতলতা তোমাদের সুখের, আমারও
ছিল;আজ নয়, আর নয়
আজ আমি শীতল হয়েছি
নিমেষেই।
যদিও যৌবন নেই আর, তবু
আছে, কিছু বাকি আছে ;
তা শীতল শরীর উষ্ণ করতে
চাইবেই।
পারবে না জানি, বেলা গেছে আমার
এখনও দেখছি ক্রিসমাস কলকাতার,
এখনও ভাবতে চাইছি মনে
মেলা জমেছে শান্তিনিকেতনে।
না হয় যেতুম আর কিছু দেরীতে
ওই লাশকাটা ঘরে।
আরও কিছুকাল মাথার কাছে
বসে, 'যেতে নাহি দিব' বলতে হাতে
গ্র্যান্ডিফ্লোরা ধরে।
মৃত্যু কুৎসিত, তেতো ওষুধের মতো
তা জানি।
কান্নার স্বাদ সেই পায় শুধু
এইটুকু মানি।
তবু মৃত্যু, আমি জানি
একা আমি, আমিই বিজয়িনী ।।